কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি ও পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। শনিবার সকালে পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শুরু হয় ব্যাপক সংঘর্ষ।
এসময় বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
জানা গেছে, নিত্যপণ্যসহ তেল, গ্যাস, পেট্রলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও বিএনপির তিন নেতাকর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপি আজ সকালে পাকুন্দিয়া বাজার পাটমহলে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।