সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

৫ দিন পর আবারও মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের বান্দরবান সীমান্তে। শনিবার বান্দরবানের তমব্রু সীমান্তের জনবসতিহীন পাহাড়ে মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোঁড়া দুটি গোলা বিস্ফােরিত হয়। এ পরিস্থিতিতে সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

- Advertisement -

স্থানীয়রা জানায়, ৪০ ও ৪১ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। এ অবস্থায় আতঙ্কে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষ।
এর পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক রয়েছে বিজিবিসহ সব বাহিনী।

এই ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “সব বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না”।

এর আগে, ২৮ আগস্ট নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুমপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় মিয়ানমারের দুটি মর্টার শেল পড়ে। তখনও সেদেশের রাষ্ট্রদূতকে সতর্ক করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ