spot_imgspot_img
spot_imgspot_img

বগুড়ায় বিএনপির ১৯৯ নেতাকর্মীর নামে মামলা

spot_img

বগুড়ার শিবগঞ্জে মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও দুজন কর্মকর্তা আহত হওয়ার অভিযোগে বিএনপির ১৯৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

- Advertisement -

শিবগঞ্জ থানার এসআই জিল্লুর রহমান শনিবার রাতে থানায় বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৭০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

পরে প্রধান আসামি শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওয়ারেছ আকন্দকে গ্রেফতার করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা বিএনপি স্থানীয় আটমূল ইউনিয়নের মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

সমাবেশ শেষে সন্ধ্যা ৬টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী বাঁশের লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে কিচক চারমাথা বাজার ও আমতলি বন্দর এলাকার দিকে দলীয় স্লোগান এবং উস্কানিমূলক বক্তব্য রাখেন।

পুলিশ শান্ত থাকতে ও মিছিলে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইটের আঘাতে শিবগঞ্জ থানার এসআই এবিএম আরাফাত রহমান ও এএসআই রবিউল ইসলাম আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হামলাকারীদের নাম-ঠিকানা সংগ্রহের পর শনিবার রাতে এসআই জিল্লুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল ওয়ারেছ আকন্দকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৭০ জনের বিরুদ্ধে মামলা করেন।

রাতেই পুলিশ বগুড়ার নিশিন্দারা উপশহর এলাকার বাড়ি থেকে আবদুল ওয়ারেছকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, রোববার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ