জলজট সামলাতে খালি পায়ে ট্রাফিক পুলিশ

ঢাকায় অফিস সময়ে কিংবা স্কুল শুরু ও ছুটির সময়ে যানজট প্রায় নিত্যনৈমত্তিক ঘটচনা। আর বৃষ্টি হলে সেই জট আরও মাত্রা ছাড়ায়।

- Advertisement -

রাজধানীবাসীর যেনো সমস্যা না হয়, সেজন্য ২৪ ঘন্টা যারা রাস্তায় সতর্ক থাকেন সেই ট্রাফিক পুলিশের চেষ্টার কোনও কমতি থাকে না।

মঙ্গলবার দুপুরের বৃষ্টির পরে রাজধানীর ধানমন্ডি এলাকার ব্যস্ততম সড়কে খুব অল্প সময়ের জন্য জলজট দেখা যায়।

রাস্তায় থাকা গাড়ি সচল রাখতে পায়ের বুট খুলে খালি পায়েই নেমে যান ট্রাফিক পুলিশের সদস্যরা। পানি নেমে যাওয়ার বেশকিছু সময় পরও তাদের খালি পায়েই রাস্তা সামলাতে দেখা গেছে।

সর্বশেষ