spot_imgspot_img
spot_imgspot_img

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন তাপস

spot_img

 জাতীয় পা‌র্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কা‌দে‌রের উপ‌দেষ্টা করা হ‌য়ে‌ছে ইকবাল হো‌সেন তাপস‌কে।

- Advertisement -

এর আ‌গে তি‌নি জাতীয় পা‌র্টির কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম মহাসচিব প‌দে ছি‌লেন এবং বর্তমানে ব‌রিশাল মহানগ‌রের সদস্য স‌চিব।

বৃহস্প‌তিবার (৮ সেপ্টেম্বর) গোলাম মোহাম্মদ কা‌দের স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে বিষয়‌টি নি‌শ্চিত হওয়া গে‌ছে।

চি‌ঠি‌তে উ‌ল্লেখ করা হয়, ৯ম জাতীয় স‌ম্মেল‌নের প্রদত্ত ক্ষমতা ও গঠনত‌ন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা ও ধারা ২০ উপধারা (১) ক এর বিধান অনুযায়ী ইকবাল হো‌সেন তাপস‌কে জাতীয় পা‌র্টির কেন্দ্রীয় যুগ্ম মহাস‌চিব পদ থে‌কে প‌দোন্ন‌তি ক‌রে চেয়ারম্যানের উপ‌দেষ্টা হি‌সে‌বে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে।

পা‌র্টির সাংগঠ‌নিক কার্যক্রম আরও গ‌তিশীল করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে ব‌লে চি‌ঠি‌তে উ‌ল্লেখ করা হয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ