কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামে এ পৈচাশিক ঘটনা ঘটে ।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে প্রতিদিনের ন্য়ায় পশ্চিম ফুলমতি গ্রামের মিন্টু মিয়ার মেয়ে (৩ বছরের শিশু) প্রতিবেশী পশ্চিম ফুলমতি গ্রামের মৃত বগরুদ্দিন (৬৪) এর ছেলে নজরুলের বাড়ীতে খেলতে গেলে কৌশলে তিনি শিশুটিকে তার থাকার ঘরে নিয়ে এসে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে তার স্বজনেরা দ্রুত ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে। এসময় ধর্ষক নজরুলকে আটক করে পুলিশে খবর দেয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষককে আটক করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম শিশুকে মেডিকেল চেকআপের জন্য কুড়িগ্রাম পাঠানো হয়েছে।