হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ:৬ নারী আটক

বগুড়া শহরের হোটেল পট্টি এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ নারীকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার্সে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- সুমি (২৩), মিম (২৫), সিমা (১৮), টুলি (২০), লিপি (৩৫) ও ময়না (৩৫)।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন জানান, তিনি ৯৯৯ এ ফোন দিয়ে টুইন ব্রাদার্স ও আমির গেস্ট হাউজে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করার বিষয়টি থানায় অবগত করি। অভিযোগ দেওয়ার ৫ মিনিটের মধ্যে টুইন ব্রাদার্সের নারীদের বের করে দেয় হোটেল কর্তৃপক্ষ। তারপর পুলিশ এসে দুটিতে অভিযান চালায় এবং আমির গেস্ট হাউজ থেকে নারীদের আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল ম্যানেজার পালিয়ে যায়। আটককৃতরা বগুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের হোটেল পট্টি এলাকায় দুইটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে আমির গেস্ট হাউজ থেকে ৬ নারীকে আটক করা হয় এবং ম্যানেজার পালিয়ে যায়। এসময় পুলিশ আসার খবর পেয়ে টুইন ব্রাদার্স হোটেলের স্টাফ ও নারীরা পালিয়ে যায়।

সর্বশেষ