বগুড়ায় গাড়ি পার্কিংকালে লুকিং গ্লাস ভাঙার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জহুরুল ইসলাম (৪৫) নামের এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদরের চককান পাড়ায় এ ঘটনা ঘটে।
এঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে কৈগাড়ি ফাঁড়ি পুলিশ। তদন্তের কারণে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
নিহত জহুরুল ইসলাম শহরের চককান পাড়ার আ. কুদ্দুসের ছেলে। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক।
এঘটনা নিশ্চিত করেছেন কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাজু কামাল।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের চককান পাড়া এলাকায় প্রাইভেটকার পার্কিং করার সময় লুকিং গ্লাস ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জহুরুলের সঙ্গে প্রতিপক্ষের তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে জহুরুলকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জহুরুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুর্শিদুল হাসান খান বলেন, নিহত জহুরুলের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়াও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।