spot_imgspot_img
spot_imgspot_img

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

spot_img

ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (১১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর সমুদ্র উপকূল থেকে প্রায় ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ভূমিকম্পটিতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Advertisement -

জানা গেছে, সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় এটির কেন্দ্র ছিল ২৭ কিলোমিটার গভীরে। তবে এতে সুনামির কোনো ঝুঁকি নেই।

দেশটির দুর্যোগ প্রশমন বিভাগ জানায়, ভূমিকম্পের সময় মাথায় কাঠ পড়ে একজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে একটি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র।

গতকালও (১০ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ পর্যন্ত।

এদিকে পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত একটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১১ সেপ্টেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করে। প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে ভূমিকম্পের আঘাতে আরও বহু মানুষ আহত হয়েছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬।
খবর রয়টার্সর

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ