spot_imgspot_img
spot_imgspot_img

ভারতে পাচারের শিকার ৭ নারীকে দেশে হস্তান্তর

spot_img

ভারতে পাচারের শিকার সাত বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে বেনাপোলে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হয়ে তিন বছর পর দেশে ফিরলেন তারা।

- Advertisement -

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশি নারীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা খুলনা জেলার মহাকামপুর গ্রামের বাসিন্দা। ফেরত আসা নারীদের আইনি সহয়তা দিতে চারজনকে জাস্টিজ অ্যান্ড কেয়ার, তিনজনকে রাইসট যশোর নামে মোট দুটি এনজিও সংস্থ্যা গ্রহণ করেছে।

যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে এসব নারী ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহয়তা দিতে ভারতীয় রেছকিউ ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। দীর্ঘ তিন বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনি সহয়তা চায় সেক্ষেত্রে সহায়তা দেওয়া হবে বলে জানান এনজিও সংস্থার কর্মকর্তারা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ