‘তত্ত্বাবধায়ক চান, ওয়ান-ইলেভেন ভুলে গেছেন?’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপির যে দাবি, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সরকার ব্যবস্থা বিরোধের জেরে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির বিষয়টি তারা ভুলে গেছে কি না, সেই প্রশ্নও রেখেছেন তিনি।

- Advertisement -

চার দিনের ভারত সফরের বিষয়ে বুধবার ডাকা সংবাদ সম্মেলনে রাজনীতি নিয়ে এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

২০১৪ সালে দলীয় সরকারের অধীনে ভোটে না আসা বিএনপি ২০১৮ সালের নির্বাচনে এলেও দ্বাদশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে। নইলে ভোটে না এসে আন্দোলনে যাওয়ার ঘোষণা আছে তাদের।

বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘এখন যারা তত্ত্বাবধায়ক বলে চিৎকার করছে, তারা ওয়ান-ইলেভেনের কথা ভুলে গেছে? ২০০৭-এর কথা ভুলে গেছে? যে কী অবস্থাটা সৃষ্টি হয়েছিল?’

বিএনপির ভোট বর্জনের বিষয়ে শেখ হাসিনা বলেন, কেউ ভোটে আসতে না চাইলে তার কিছু করার নেই।

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরের বছরের নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। ১৯৯৪ সালে ঢাকার মিরপুর ও মাগুরায় দুটি সংসদীয় আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ ওঠার পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে আওয়ামী লীগসহ সে সময়ের বিরোধী দলগুলো।

আন্দোলনের মুখে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকারের অধীনে একতরফা নির্বাচন হয়। তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জিতে এসেও বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারেনি। একপর্যায়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে আবার জাতীয় নির্বাচন দেয়।

তখন সিদ্ধান্ত হয়, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তিনি রাজি না হলে সব দলের মতৈক্যের ভিত্তিতে একজন হবেন এই সরকারের প্রধান। আর আলোচনায় কাউকে পাওয়া না গেলে হবেন রাষ্ট্রপতি।

১৯৯৬ সালের ১২ জুনের সেই ভোটে জিতে ২১ বছর পর ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার পাঁচ বছরের মেয়াদ শেষ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে ২০০১ সালে।

ওই বছর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জিতে বিএনপি-জামায়াত জোট আসে ক্ষমতায়। তবে সেই সরকারের আমলে বিচারপতিদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানো নিয়ে তৈরি হয় রাজনৈতিক বিরোধ।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা হয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানের। তিনি এককালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ফলে তাকে মেনে নিতে রাজি ছিল না আওয়ামী লীগ।

আন্দোলনের একপর্যায়ে কে এম হাসান জানান, তিনি এই পদের জন্য আগ্রহী নন। এরপর তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের পদে কে আসবেন, এ নিয়ে বিরোধের মীমাংসা না হওয়ার পর বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ওপর বর্তায় সেই দায়িত্ব।

ইয়াজউদ্দিনের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট যায় আন্দোলনে। কিন্তু একবার পিছিয়ে ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষিত হয়।

একতরফা নির্বাচনের দিকে দেশ যখন এগিয়ে যাচ্ছিল, তখন ভোটের ১১ দিন আগে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। ইয়াজউদ্দিন আহমেদ জরুরি অবস্থা জারি করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ ছেড়ে দেন। দায়িত্ব নেন ফখরুদ্দীন আহমেদ।

এই সরকারের আমলে প্রথমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং পরে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গ্রেপ্তার হন খালেদাপুত্র তারেক রহমান ও আরাফাত রহমানও। তারেককে আটক করে নির্যাতনের অভিযোগ এখনও করে থাকে বিএনপি।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতির দুটি মামলায় বেগম খালেদা জিয়ার ১৭ বছরের সাজা হয়েছে, অর্থ পাচার মামলায় সাত বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা হয়েছে তারেক রহমানের।

সে সময় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল ৯০ দিন। তবে ফখরুদ্দীনের সরকার দায়িত্ব পালন করে দুই বছর। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর যে ভোট হয়, তাতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে বলতে গেলে উড়িয়ে দেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।

শেখ হাসিনা বলেন, ‘আমরা গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে চাই। এই ধারা অব্যাহত আছে বলেই দেশে গত ১২ বছরে এত উন্নয়ন হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তো গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে। ভুলে গেছেন, ’৭৫-এ জাতির পিতাকে হত্যার পর যে বারবার ক্যু হচ্ছিল, একটা মিলিটারি ডিক্টেটরের পর আরেকটা মিলিটারি ডিক্টেটর বা ডিক্টেটরের স্ত্রী ক্ষমতা নিয়ে গেল ক্যান্টনমেন্টের ভেতরে। জনগণের কী ছিল তখন? সারা রাত কারফিউ, কথা বলার অধিকার নেই। সাদা মাইক্রোবাসে কে কখন গায়েব হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। এই তো ছিল বাংলাদেশের অবস্থাটা।’

কেউ ভোটে না এলে কিছু করার নেই

বিএনপিকে ভোটে আনতে বিশেষ কোনো উদ্যোগ বা চেষ্টা করা হবে না বলে আবার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই আমরা চাই। আর যদি কেউ না করে, সেটা যার যার দলের সিদ্ধান্ত। এর জন্য আমাদের সংবিধান তো আমরা বন্ধ করে রাখতে পারি না। সংবিধানের যে ধারা, সে অনুযায়ী গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে।’

সরকার সমালোচনা সহ্য করে না বলে বিএনপির অভিযোগের জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা এখন টক শো করেন, যে যার মতো কথা বলেন। আওয়ামী লীগ সরকারে আসার আগে কে এত কথা বলার সুযোগ পেয়েছে বলেন তো? পায়নি। একটা টেলিভিশন, একটা রেডিও। কোথায় টক শো আর কোথায় মিষ্টি কথা।

‘এখন শুনি, সব কথা বলার পর বলে কথা বলার অধিকার নেই। আজকে রাস্তায় আন্দোলন, এখন জনগণ সাড়া না দিলে সেটা তো আমাদের দায়িত্ব না। আওয়ামী লীগ যে বিএনপির হাতে নির্যাতিত, সে কথাটা ভুলে গেছেন?’

সরকারপ্রধান বলেন, ‘আমার পার্টির কেউ যদি অন্যায় করে আমরা কিন্তু ছেড়ে দিই না। আমার দলের ভাবমূর্তি নষ্ট হবে কিছু বলব না, তা না। যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব এবং নিচ্ছি। সেটা আমি কখনও সহ্য করব না।’

‘মানুষ আ.লীগকে বেছে নেবে, তবে না নিলে কিছু করার নেই’

গত তিনটি জাতীয় নির্বাচনের মতো দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়ের ব্যাপারে নিশ্চিত বলেছেন, তারা যে উন্নয়ন করেছেন, তাতে জনগণ অবশ্যই তাদের ভোট দেবে।

তিনি বলেন, ‘এত কাজ করার পরে জনগণের যে ভোট, অবশ্যই তারা আওয়ামী লীগকে ভোট দেবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি এই চলমান উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে চান। আর না চাইলে তো কিছু করার নেই। সেটা জনগণের ইচ্ছা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আসার পর বাংলাদেশের যে উন্নয়ন আমরা করতে পেরেছি, যোগাযোগ ব্যবস্থা, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, গৃহহীনদের ঘর তৈরি করে দেয়া, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।

‘এই দেশে আগে আপনারা শীতকাল এলে শিম খেতেন, লাউ খেতেন, টমেটো খেতেন। এখন কিন্তু ১২ মাস খান। এটা আকাশ থেকে পড়েনি। গবেষণা করে আমরা এগুলো উৎপাদন করছি, সে সুযোগ করে দিচ্ছি বলেই কিন্তু এটা হয়েছে।

‘আগে কিন্তু এটা কেউ করেনি। এভাবে সার্বিক দিক থেকে, আপনি অর্থনৈতিক দিক দিয়ে বলেন, ব্যবসা-বাণিজ্য কর্মসংস্থান… এই যে মানুষের কর্মসংস্থানের জন্য এতগুলো টেলিভিশন আমি কেন দিয়েছিলাম? আমার লক্ষ্য একটাই ছিল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। সেটা হচ্ছে।

‘এই কর্মসংস্থান বহুমুখী, কত ধরনের মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে। সেইভাবে ব্যাংক, বিমা, শিল্প-কলকারখানা সবই তো আমি ওপেন করে দিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের উন্নয়নের সবচেয়ে বড় কথাটা হচ্ছে একদম গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায় থেকেই কিন্তু আমরা উন্নয়নটা করে যাচ্ছি। এই করোনার সময়েও আমরা অর্থের সরবরাহটা গ্রামে করেছি, মানুষ যাতে কোনো রকম কষ্ট না পায়। বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি।’

 

জাতীয় পার্টির ভূমিকা নিয়ে ভাবান্তর নেই

জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করে গত তিনটি জাতীয় নির্বাচন করা আওয়ামী লীগ কি আগামীতেও এই জোট করবে?- এমন প্রশ্ন ছিল একজনের।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যখন হবে… আমরা ১৪ দল করেছি, তখন জোটবদ্ধ নির্বাচন করেছি। জাতীয় পার্টি আমাদের সঙ্গে ছিল কিন্তু তারা আলাদা নির্বাচন করেছে, আমাদের সঙ্গে একটি সমঝোতা ছিল।

‘আর ভবিষ্যৎ নির্বাচনে কে কোথায় থাকবে, তা সময়ই বলে দেবে। আওয়ামী লীগ উদারভাবে কাজ করে, আওয়ামী লীগের দরজা খোলা। নির্বাচনে যারা আমাদের সঙ্গে সব সময় ছিল, তারা থাকবে। এতে আমাদের কোনো আপত্তি নেই।’

তিনি বলেন, ‘এখনও তো নির্বাচনের এক বছরের বেশি সময় বাকি আছে। সময় যতই যাবে, বিষয়টা আরও পরিষ্কার হবে। আমাদের সঙ্গে কে থাকবে না থাকবে, নতুন জোট হবে বা কী হবে হোক, অসুবিধা নেই তো।’

আওয়ামী লীগের মনোনয়ন নীতির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘যেকোনো নির্বাচনে নোমিনেশনের ব্যাপারে পরিবর্তন এটা খুব স্বাভাবিক ব্যাপার। ক্ষেত্রমতে আমরা অবশ্যই যাচাই করে দেখব কার জেতার সম্ভাবনা আছে, কার নেই। অথবা আমাদের বেশ কিছু নিবেদিতপ্রাণ কর্মী আছে। হয়তো বেশিদিন বাঁচবে না, বয়ঃবৃদ্ধ হয়ে গেছে, তাদের আর কষ্ট দিতে চাইনি নোমিনেশন দিয়েছি, পরিবর্তন আনিনি।

‘এটা তো এমন একটা ব্যাপার, নির্বাচন সামনে রেখে আপনি কোনটা কতটুকু করবেন, কে ভোট পাবে-না পাবে, ভোট পেলেও জিতবে কি না সবকিছু বিবেচনা করেই নির্বাচনে দেয়া হয়।’

সর্বশেষ