চবির মোহাম্মদ নাজমুর রায়হানসহ ডিএমপির ১১ জন অতিরিক্ত পুলিশ সুপার পরেছেন র‌্যংঙ্ক ব্যাজ

 

- Advertisement -

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ঢাকা রেঞ্জে কর্মরত জনাব মোহাম্মদ নাজমুর রায়হান (স্টাফ অফিসার টু ডিআইজি)-এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয়। এ সময়ে ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা সহ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সহধর্মীনি উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্তান মোহাম্মদ নাজমুর রায়হান-এর বাড়ি নগরীর হালিশহরে।সম্প্রতি ৩৪তম ব্যাচের ৬১ জন সহকারী পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যে ডিএমপিতে কর্মরত আছেন ১১ জন।

সর্বশেষ