‘শেখ হাসিনার ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নেই’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকার কোনো কিছুতে চাপ অনুভব করছে না। সংবিধানের আলোকে শেষ সময় পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে।

- Advertisement -

আজ রোববার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ফ্লাগশিপ প্রোগ্রাম ‘ডিকাব টক’ এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র বলেন, ‘নির্বাচন কমিশন যখনই নির্বাচনের তফসিল ঘোষণা করবে, সেদিন থেকেই নির্বাচন কার্যক্রম শুরু হবে। ভয় পাওয়ার কিছুই নেই। প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নেই।

তিনি বলেন, ‘ব্রিকসে যোগদানের জন্য আবেদনের কোনো ফরম আছে বলে আমার জানা নেই। সম্প্রতি ব্রিকসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করলে ওয়েলকাম করা হয়েছে। ব্রিকসে যোগদান আমাদের কোনো ব্যাকআপ প্লানের অংশ না। বাংলাদেশ এমন শক্তিশালী জোটে অংশ নিলে বাংলাদেশের যে উন্নয়ন সেটি ত্বরান্বিত করবে।

সর্বশেষ