নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়ায় ২টি অবৈধ অস্ত্রগুলিসহ ৮মামলার আসামি ধরা পড়ল র্যাব ৭ এর জালে। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব,চট্টগ্রামের একটি আভিযানিক দল গতকাল বিকেলে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মো.সরোয়ার আলম(৪৪), উত্তর ঘাটচেক মৃত আহাম্মদের ছেলেকে আটক করতে সক্ষম হয় র্যাব ৭।
গ্রেফতাকৃত আসামি সরোয়ার আলমের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে স্বিকার করে। গ্রেফতারকৃত আসামি সরোয়ার আলমের দেয়া তথ্য অনুযায়ী পাশের সেমিপাকা ছাপড়া ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় তার নিজ হাতে বের করে দেয়া মতে দেশীয় তৈরী ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামিকে প্রাথামিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেপ্তারকৃত আসামি একজন শীর্ষ সন্ত্রাসী,ডাকাত এবং মাদক ব্যবসায়ী। রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র এবং মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্রের মুখে মারধর,চাঁদাবাজি এবং ছিনতাই সংক্রান্ত বিভিন্ন অভিযোগও রয়েছে।
উল্লেখ্য যে,সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি মো.সরোয়ার আলমের নামে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এবং চাঁন্দগাও থানায় অবৈধ অস্ত্র,ডাকাতি,ছিনতাই,চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ সর্বমোট ৮টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।