চট্টগ্রামে ভুয়া সাংবাদিকের হাতে নাজেহাল ব্যবসায়ী : নগ্ন ছবি দিয়ে ব্ল্যাক মেইলের চেষ্টা

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম মহানগরে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা দাবি ও চাঁদা আদায়সহ নগ্ন ভিডিও ধারণের ঘটনায় ভুয়া সাংবাদিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির হালিশহর থানা এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো আঁখি আক্তার (৩৩), মোঃ কামরুল হাসান প্র. ভুয়া সাংবাদিক কামরুল (৪২) ও মোঃ জহির উদ্দিন প্রকাশ বাবুরি (৪৯)। এর আগে চাঁদা দাবির অভিযোগে গত ২৬ মে ভুক্তভোগী ব্যবসায়ী (৫৯) হালিশহর থানায় এসে অভিযোগ করে।

- Advertisement -

অভিযোগে জানান, কতিপয় ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে পরস্পর যোগসাজশে তাকে আটক করে মারধরের পাশাপাশি চুরিসহ নগ্ন ভিডিও ধারণ করে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানসম্মান ক্ষুন্ন করার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। একই সাথে ৩ লাখ টাকা চাঁদা আদায় করে। এ সময় ওই ব্যাবসায়ীর কাছে থাকা ২ লাখ টাকা দামের একটি ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। নগদ টাকা আর স্বর্নসহ ৫ লাখ টাকা নিয়ে যায। এমন অভিযোগের প্রেক্ষিতে সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে, হালিশহর থানার অফিসার ইনচার্জ মো. কায়সার হামিদের নেতৃত্বে এসআই (নি.) মোহাম্মদ কহিনুর ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ওই দিন হালিশহর থানাধীন গুলবাগ আ/এ গোল্ডেন টাচের বিপরীত পাশে রূপালী ভবনে বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।

হালিশহর থানার অফিসার ইনচার্জ মো. কায়সার হামিদ বলেন, গ্রেফতারকৃতরা হালিশহর থানা এলাকার অস্থায়ী বাসিন্দা। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় চাঁদাবাজি, মারধর, জোরপূর্বক ছিনিয়ে নেওয়া, চুরি ও নগ্ন ভিডিয়ো ধারণের অভিযোগে দণ্ডবিধি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দাযের করা হয়েছে। তাদের আদালতে সোপার্দ করার কথাও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ