চট্টগ্রামে অস্ত্র মামলায় শিবির নেতা রিমান্ডে

আফসানা মিমি : চট্টগ্রামে একটি অস্ত্র মামলায় এক শিবির নেতার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্টেট হেলাল উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কুতুব উদ্দিন শিবলিকে অস্ত্র মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই সীতাকুন্ডের মাদামবিবির হাট চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে দেশী অস্ত্রসহ শিবিরের এই নেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এরপর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। গতকাল সোমবার এই মামলায় রাষ্ট্রপক্ষের ১০ দিনের রিমান্ড আবেদন ও আসামী পক্ষের জামিন শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ