চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় থানায় মামলা আটক-৩

 

- Advertisement -

সাইফুল ইসলাম : চট্টগ্রাম মহানগরীতে জোড়া খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিকটাত্মীয় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে এদের থানায় নিয়ে আসা হয়। এদিকে খুলশী থানাধীন আমবাগান ফ্লোরাপাস রোড এলাকায় একটি বাড়ির রিজার্ভ ট্যাংক থেকে বৃদ্ধা মা মনোয়ারা বেগম (৯৪) ও মেয়ে শাহ মেহেরুন নেছা বেগম (৬৭) এর মরদেহ উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে নিহত মনোয়ারা বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন।
তবে আমরা কাউকে আটক বা গ্রেফতার করিনি উল্লেখ করে খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, নিহতের আত্মীয়সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছি।
সবকিছু দেখে এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে নিশ্চিত হয়েছি। তবে কী কারণে এ হত্যাকান্ড তা বলা যাচ্ছে না। আমরা তিনজনকে জিজ্ঞাসাবাদ করছি। এই তিনজনের মধ্যে দুইজন নিহত মেহেরুন নেসার বোনের ছেলে ও তাদের এক দোকান কর্মচারী রয়েছেন। গতকাল সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তিনজন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, আটককৃত এই তিনজন হলেন, মেহেরুন নেসার বোনের ছেলে মুশফিকুর রহমান, বেলাল উদ্দিন ও দোকান কর্মচারী ইমন। গত রোববার মরদেহগুলো রিজার্ভ ট্যাংক থেকে উদ্ধারের পর মেয়ে মেহেরুন নেসার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। মা মনোয়ারা বেগমের শরীরের কোনো আঘাতের চিহ্ন না পেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে পু্লশি।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ খান বলেন, মা-মেয়ের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হতে পারেননি তারা। ময়নাতদন্ত শেষে কারণ নিশ্চিত হওয়া যাবে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ