তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরীতে পুলিশরে বিশেষ অভিযানে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি সিএনজি অটোরিক্সাও উদ্ধার করা হয়। গত রোববার রাতে হালিশহর থানাধীন বড়পুল এলাকায় এই অভিযানে এদের কাছ থেকে ১টি এলজি, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার কর হয়েছে। নিজাম উদ্দিনপ্রকাশ নেজাম (৩৩), মোঃ মনির উদ্দিন (৩৬), মোঃ আমির হোসেন (৪৬), ও মোঃ নুর আলম (৩২)। এদের বিরুদ্ধে গতকাল সোমবার পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, সিএমপি’র হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএএম বদরুল কবীর এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত পৌনে নয়টায় বড়পুল পিসি রোডস্থ এক্সেস রোডের মুখে রয়েল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও সিএনজি অটোরিক্সা উদ্ধার সহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে হালিশহর থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ছিনতাই দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। আসামীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহর ও তার আশপাশ এলাকায় ছিনতাই করে আসছিল বলে পুলিশকে জানায়। আসামী নিজাম উদ্দিন এর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র আইনে সিএমপি, চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন। আসামী মোঃ মনির উদ্দিন এর বিরুদ্ধে দ্রæত বিচার এবং অস্ত্র আইনে ২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে পুলিশ জানায়।