বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্রুত ঘোষণার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি-২০২৪ আয়োজিত ‘শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে তিনি এ কথা বলেন।
কালবেলা
মির্জা ফখরুল উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসের মেয়াদে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য দ্রুত নির্বাচনের ঘোষণা প্রয়োজন, যাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান প্রশ্ন করেন, ঋণখেলাপিরা নির্বাচনের আগে ৫% ঋণ পরিশোধ করে ভোটে অংশ নেন। এ বিষয়ে বিএনপি কী পদক্ষেপ নেবে? জবাবে মির্জা ফখরুল বলেন, ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পান, সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করবে। কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং সংসদ দুইকক্ষ বিশিষ্ট হবে। এছাড়া, যারা নির্বাচন করেন না, তারাও যেন দেশ পরিচালনায় অংশ নিতে পারেন, সে ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ‘আমরা বৈষম্য দূর করতে চেষ্টা করব। এ জন্য নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠনের কথা বলেছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ১৫ বছরের জঞ্জাল দূর করতে চাই। তার জন্য আমরা কাজ করব। সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা প্রয়োজন। রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সংস্কারসহ সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে।’ এজন্য দ্রুত নির্বাচনের ঘোষণার ওপর জোর দেন তিনি।