spot_img

সরকারের মূল লক্ষ্য হাসিনাকে দেশে এনে বিচার করা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা সরকারের প্রধান দায়িত্ব।’

- Advertisement -

তিনি আরও বলেন, ‘সারা জাতি যদি সোচ্চার থাকে এবং চাপ সৃষ্টি করতে পারে, তাহলে শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হবে।’ তিনি উদাহরণস্বরূপ উল্লেখ করেন, ‘তার (শেখ হাসিনা) বাবার খুনিদের যেভাবে খুঁজে খুঁজে দেশে আনা হয়েছে, তেমনি অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা।’

শফিকুল আলম আরও বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, তবে কিছু ক্ষেত্রে জনগণের উদ্বেগ রয়েছে।’ তিনি বলেন, ‘জুলাই বিপ্লব বেহাত হয়নি; তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ চলছে।’

তিনি পুলিশের ভূমিকা নিয়েও মন্তব্য করেন, ‘পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে কাজ চলছে, যাতে তারা রাজনৈতিক সরকারের হয়ে খুনোখুনি বা মিথ্যা মামলা দায়ের না করে।’

শফিকুল আলম সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করে বলেন, ‘বিশেষ করে প্রতি মাসে অর্থনীতিতে উন্নয়ন, যা একটি দেশের জন্য বড় অর্জন।’

সর্বশেষ