spot_img

নাঈমুল ইসলাম খানের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া পতিত সরকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি ও তিন মেয়ে লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান, আদিভা নাঈম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন আদালত।

- Advertisement -

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ জারি করেন। এদিন দুদকের উপপরিচালক আফরোজা হক খান তাদের বিরুদ্ধে দেশত্যাগের এ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, নাঈমুল ইসলাম খান অবৈধ উপায়ে অর্থ অর্জনপূর্বক ওই অর্থের উৎস আড়াল করতে তার স্ত্রী ও তার তিন মেয়ের নামে ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা ও ৩৭৯ কোটি টাকা উত্তোলন করেন। বর্তমানে এসব একাউন্টে ৮ কোটি ৭৬ লাখ টাকা স্থিতিশীল রয়েছে। এসব অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে মানিলন্ডারিং অপরাধ করেছেন।

তার নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এ অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যবিশিষ্ট টিম গঠন করেছে দুদক। অনুসন্ধানে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

সর্বশেষ