তৌহিদুর রহমান : চট্টগ্রাম মাহনগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মো. আবদুল আজিজ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তপন কান্তি শর্মা।
তপন কান্তি শর্মা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার নিজ বাসা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ আবদুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবদুল আজিজের বাড়ি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে।