spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে পুকুরের পানি সেঁচে ২টি এলজি -১ রাউন্ড কার্তুজ উদ্ধার

spot_img

 

- Advertisement -

আফসানা মিমি : চট্টগ্রাম মহানগরীর একটি পুকুরে বিকাল ৪ টা থেকে রাত ২ টা পর্যন্ত ৩টি পাম্পের সাহায্য পুকুরের পানি অপসারন করে ২টি এলজি ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গতকাল রোববার গভীর রাতে
ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ার ছোট মসজিদের পেছনের পুকুর সেঁচে এগুলো উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে এই পুকুরপাড় থেকে ধারালো অস্ত্রসহ ১৮ জনকে আটক করে পুলিশ। তবে ধরা পড়ার আগে তারা কিছু অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে বলে জানতে পারে, পুলিশ ঐ তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধারেই পুকুরের এই পানি অপসারন করে।
ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার আশেকুর রহমান বলেন,গতরাতে পুকুরের পাড় থেকে পাঁচটি কিরিচসহ আমরা ১৮ জন সন্ত্রাসীকে আটক করি। আটকের সময় আমাদের টিমের অজ্ঞাতে কিছু অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে বলে তথ্য পেয়েছি। আমরা ২টি এলজি ১ রাউন্ড র্কাতুজ উদ্ধার করেছি এবং অভিযান অব্যাহত থাকবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ