চট্টগ্রামে ইয়াবা পাচারের সময় পিতা-পুত্রসহ গ্রেফতার-৩

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা পাচারকালে পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গবাজার ব্রিজঘাট এলাকা থেকে এ সময় ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, কক্সবাজার থেকে আসছিলেন মো. আফতাব মিয়া ওরফে আরিফ ওরফে বাবু (৫৯) ও তার ছেলে আলামিন (২০)। কাঁধে ল্যাপটপের ব্যাগ। চট্টগ্রাম শহরে ঢুকছিলেন পায়ে হেঁটে। ল্যাপটপের ব্যাগ থাকলেও ব্যাগে কোনো ল্যাপটপ ছিলনা, কিছু কাপড় ছিল। এটি কৌশল।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, মো. আফতাব মিয়া গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পাটগতি মুন্সিপাড়া কনাই মিয়ার ছেলে এবং গ্রেফতার অপরজন খুলনা জেলার ডুমুরিয়া শিবনগর এলাকার নিরাপদ মল্লিকের ছেলে নীহার রঞ্জন মলি­ক। গোপন সূত্রে খবর পেয়ে ব্রিজঘাট এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, তারা কৌশলে ইয়াবাগুলো নিয়ে আসছিলেন। যাতে পুলিশের তল­াশিতে না পড়েন তাই তারা পায়ে হেঁটে চট্টগ্রাম শহরে ঢুকছিলেন।
মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, নাছিমা (২০) নামে এক এনজিওকর্মীর কাছ থেকে এ ইয়াবাগুলো তারা কিনে খুলনা ও গোপালগঞ্জে নিয়ে যাচ্ছিলেন বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ