তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরী থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতার দুইজন হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. সবুজ (৩১) ও তার স্ত্রী জাহিনুর বেগম (৩০)। গতকাল বুধবার দুপুর ১টার দিকে কর্নেলহাট সিটি গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সিটি গেট এলাকা থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. সবুজ ও তার স্ত্রী জাহিনুর বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তারা চট্টগ্রাম থেকে এসব ইয়াবা ঢাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানান তিনি। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা।