সিরিজ নিশ্চিত করার ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

 

- Advertisement -

উজীবিত একটি দল মাঠে নেমেছে। দুই টেস্ট হেরে যে দলটা ভেঙ্গে পড়েছিল সেই দলটি ওয়ানডে সিরিজে এসেই ঘুরে দাঁড়িয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

এখান থেকেই যেন পাল্টে যাওয়া একটি দলের নতুন করে শুরু। আজ বৃহস্পতিবার গায়ানায় একই মাঠে শুরু হয়েছে দ্বিতীয় ম্যাচ।

দিবা-রাত্রির ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছে সফরকারীরা। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে কোনও পরিবর্তন আসেনি। প্রথম ম্যাচের একাদশই খেলতে নামছে গায়ানায়। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।

তিন বছর পর দলে ফেরা ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের পরিবর্তে দলে নেয়া হয়েছে কেমো পলকে।

বাংলাদেশ:

তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ:

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেট কিপার), জেসন মোহাম্মেদ, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, কেমো পল, দেবেন্দ্র বিষু, আসলে নার্স, ও আলজাররি জোসেফ।

সর্বশেষ