চট্টগ্রামে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক ও মুয়াজ্জিন গ্রেফতার

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরী থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে কোতোয়ালী থানার স্টেশন রোডর হোটেল ম্যানিলার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী হোয়াইনক এলাকার কবির আহমদের ছেলে মো. বেলাল (২৯) ও একই এলাকার তাজর মুল­ুকের ছেলে মো. আবুল বশর (৩৫)। বেলাল রামু এলাকার কাউয়ারকুপ জামে মসজিদের মুয়াজ্জিন ও আবুল বশর রামু হেদায়েতুল উলুম হেফজ খানার শিক্ষক বলে পুলিশ জানায়।

- Advertisement -

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন রোডের হোটেল ম্যানিলার সামনে ৫ হাজার পিস ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা নিজেদের ইয়াবা বহনকারী বলে দাবি করেছে। মোহাম্মদ মহসীন বলেন, বেলাল ও বশর টাকার লোভে এসব ইয়াবা বহন করে নিয়ে এসছেন। এসব ইয়াবা বহন করে পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতি হাজার ইয়াবাতে ১১ হাজার টাকা কমিশন পান। তিনি বলেন, বশর এর আগে কয়েকবার ইয়াবা নিয়ে আসলেও বেলাল এবার প্রথম নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ