বর্ষ সেরা রিপোর্টার পুরস্কার দেবে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম

 

- Advertisement -

বর্ষ সেরা রিপোর্টার পুরস্কার দেবে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম। ফোরামের প্রথম নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফোরামের সভাপতি কাজী অাবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অালোচনায় অংশ নেন সিনিয়র সহ সভাপতি নিরুপম দাশ গুপ্ত, সাধারন সম্পাদক অালিউর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক অাইয়ুব অালি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোকমান চৌধুরী, অান্তজাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক সারোয়ার অামিন বাবু, সমাজকল্যাণ সম্পাদক লতিফা অানসারি, সাংগঠনিক সম্পাদক অাবদুল্লাহ ফারুক, প্রচার সম্পাদক অাজিজুল কদির, নির্বাহী সদস্য সামশুল হুদা মিন্টু, দেব দুলাল ভৌমিক, অাবুল হাসনাত প্রমুখ।
সভায় ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১ বছরের রিপোর্টের উপর তিন ক্যটাগরিতে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়। পুরস্কারের মূল্যমান প্রতিটি ৫০ হাজার টাকা ও একটি সার্টিফিকেট। সেরা রিপোর্টার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া। ফোরামের সদস্যদের জন্য এ অায়োজনের বিস্তারিত শিঘ্রই জানানো হবে।

সর্বশেষ