চট্টগ্রামে বাসা থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর বাকলিয়া থানার উপ-পরিদর্শক খন্দকার সাইফুদ্দিন এর ভাড়া বাসা থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সাথে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৩১ হাজার ৬৩০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি ট্যাব ও পুলিশের কিছু ইউনিফর্ম জব্দ করেছে র‌্যাব সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১২ টার দিকে
বাকলিয়া হাফেজনগর এলাকায় সাইফুদ্দিনের ভাড়া বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই পুলিশ কর্মকতার ইয়াবা পাহারাদার নাজিম উদ্দিন মিল্লাত  (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়ির একটি ভাড়া বাসা থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকলিয়া থানার উপ-পরিদর্শক খন্দকার সাইফুদ্দিন বাসায় বিক্রির উদ্দেশে ইয়াবাগুলো মজুদ করেছিলেন। বাসাটি তিনি ভাড়া নিয়েছিলেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মকর্তার বাসাটিতে অভিযান চালানো হয়। তার পরিবারের সদস্যরা এই বাসায় থাকেন না। ইয়াবা ব্যবসার জন্য সাইফুদ্দিন বাসাটি ভাড়া নিয়েছেন বলে জানতে পেরেছি। অভিযানের সময় সাইফুদ্দিন বাসাটিতে ছিলেন না।

সর্বশেষ