চট্টগ্রামে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান: ১৭টি মামলা

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম মহানগরীতে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার ওয়াসা মোড়ে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান।
এদিকে নগরে ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহন এবং চালকদের ধরতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে উল্লেখ করে ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, অভিযানের অংশ হিসেবে ওয়াসা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস না থাকা, গাড়ির রেজিস্ট্রেশন না থাকা, হেলমেট পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী ১৭টি মামলায় ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। নগরবাসীর জীবনযাত্রার মান আরও বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান

সর্বশেষ