চট্টগ্রামের যুবলীগ নেতা ফরিদ হত্যা মামলায় আসামি ফয়সাল রিমান্ডে

সিরাজুল আলম টিপু : চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামি ফয়সালকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এ আদেশ দেন। এ মামলার অন্য আট আসামি ২২ জুলাই চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
এর আগে গত রোববার সন্ধ্যায় নগরীর ডিসি রোড থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। ফরিদ হত্যা ছাড়াও আরও ছয় মামলার আসামি ফয়সাল পুলিশের তালিকাভুক্ত আসামি।
জানা গেছে, গত ২৭ এপ্রিল কেবল ব্যবসার বিরোধে নগরীর চকবাজার থানার পশ্চিম বাকলিয়ার চাঁনমিয়া মুন্সি লেইনের কালাম কলোনির মুখে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় চকবাজার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই রাতে চকবাজার থানায় নয় জনকে আসামি করে মামলা করেন ফরিদের স্ত্রী মনোয়ারা বেগম। এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বলেন, আদালত শুনানি শেষে ফয়সালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সর্বশেষ