spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি

spot_img

জাহাঙ্গীর আলম সেজান : চট্টগ্রাম মহানগরীতে গ্রিল কেটে তিনটি প্রতিষ্ঠানে টাকা চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে নগরীর জুবিলি রোডের মান্নান ভবনের দ্বিতীয় তলায় দৈনিক জনকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিস, এডিসান ও ক্রিসেন্ট কো-অপারেটিভ সোসাইটিতে এ চুরির ঘটনা ঘটে।
দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক বলেন, আমরা সোমবার রাতে অফিস বন্ধ করে চলে যাই। মঙ্গলবার সকালে অফিস খুলে জানালার গ্রিল কাটা এবং বিভিন্ন জিনিসপত্র তছনছ দেখি। ব্যুরো প্রধান ও সার্কুুলেশন বিভাগের কর্মকর্তার ড্রয়ার থেকে ১০-১৫ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেন তিনি। অন্য দুই প্রতিষ্ঠান থেকে কত টাকা চুরি হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ