ছাত্র আন্দোলন দাবানলের ন্যায় ছড়িয়ে পড়েছে গোটা রাজধানী ঢাকায়। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগেও ছড়িয়েছে সে আন্দোলন। শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন অসংখ্য শিক্ষার্থী। রূপসী বাংলা হোটেল থেকে বাংলামোটর পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সকাল ১০টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় এসে অবস্থান নেয়। এতে সড়কের একপাশে যান চলাচল ব্যাহত হয়।
পরে তারা মিছিল নিয়ে কারওয়ান বাজার, বাংলামোটর হয়ে শাহবাগের দিকে চলে যায়। শাহবাগে তারা বিভিন্ন বাসের চালকদের লাইসেন্স পরীক্ষা করে দেখছে। স্লোগানে স্লোগানে মুখর শাহবাগ। শিক্ষার্থীদের আন্দোলনে এখন সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় আবদুল করিম ও দিয়া খানম। এ নিয়ে নৌমন্ত্রী শাজাহানে খানের বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। তারই প্রেক্ষিতে রাজপথে সরব শিক্ষার্থীরা।