spot_imgspot_img
spot_imgspot_img

‘সড়কে পরিবহন শ্রমিকেরা নিরাপদ বোধ করলেই গাড়ি নামাব’

spot_img

 

- Advertisement -

সড়কে পরিবহন শ্রমিকেরা নিরাপদ বোধ করলেই তাঁরা গাড়ি চলাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন,এটা আমাদের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়। দেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে আমরা সমর্থন করি। কিন্তু সড়কে আমাদের কোনো নিরাপত্তা নেই। তাই ‘আমরা যখন নিরাপদ বোধ করব তখন গাড়ি নামাব’।

আজ শুক্রবার বিকেলে মহাখালী বাস টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে মহাখালী বাস টার্মিনাল মসজিদে নিহত ছাত্রী দিয়া খানম মিমের দোয়া মাহফিলের মিলাদে অংশ নেন এনায়েত উল্লাহ। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম।

এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা আইন মেনে গাড়ি চালাতে চালকদের নির্দেশ দিয়েছি। আইন অনুযায়ী দোষীদের শাস্তি আমরা মেনে নেব। নতুন আইনকে আমরা স্বাগত জানাই।’

শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে এনায়েত উল্যাহ তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ