ফ্লোরিডায় দ্বিতীয় টি২০ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার সকালে) বাংলাদেশ ১২ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। এর ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা প্রতিষ্ঠিত হলো।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৭১ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত করে ৯ উইকেটে ১৫৯ রান।
বোলিংয়ের শুরুতেই প্রচণ্ড চাপ সৃষ্টি করেন মোস্তাফিজুর রহমান দুটি উইকেট নিয়ে। সাকিব আল হাসানসহ অন্যরাও তাকে ভালো সাপোর্ট দেয়। ফলে জয় নিয়ে তেমন ভাবতেই হয়নি বাংলাদেশকে।
মোস্তাফিজুর রহমান শেষপর্যন্ত পান ৩ উইকেট। নাজমুল ইসলামও পান ৩ উইকট। আর সাকিব আল হাসান পান ২টি উইকেট। এছাড়া রুবেল হোসেন পান ১টি করে উইকেট।
আরে আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে তামিম ইকবাল আর সাকিব আল হাসানের লড়াইয়ের সুবাদে লড়াই করার মতো পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৭৫ রান। তামিম করেছেন ৭৫ রান আর সাকিব করেছেন ৬০ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে হোঁচট খায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস বিদায় নেন ১ রান কলে। এরপর মুশফিকর রহীম ৪ রানে আউট হন। সৌম্য সরকার কিছুটা খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও ১৪ রানে বিদায় নেন। তবে এই পর্যায়ে তামিম আর সাকিব ৯০ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন।