তৌহিদুর রহমান : চট্টগ্রামে মারামারি করতে গিয়ে এক রিকসা চালক খুন হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে পাহাড়তলী থানার বশিরশাহ মাজার গেট এলাকায় এ ঘটনায় ৪৫ বছর বয়সী অজ্ঞাত ওই রিকসা চালক নিহত হয়।
নিহত রিকসা চালকের পরিচয় পাওয়া যায়নি উল্লেখ করে পাহাড়তলী থানার ওসি মো.রফিকুল ইসলাম বলেন, দুই রিকশা চালকের মধ্যে মারামারির এক পর্যায়ে একজন আরেকজনকে লোহার রড দিয়ে আঘাত করে। এতে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।