- Advertisement -
বিশেষ ক্ষমতা আইনে করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় করা মামলায় তার জামিন বহাল রয়েছে। গত বৃহ¯পতিবার খালেদার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আজ রোববার আদেশের দিন ধার্য করা হয়।
খালেদা জিয়ার জামিন স্থগিতের বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন বলে খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২রা ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপে আট যাত্রীর নিহতের ঘটনায় চৗদ্দগ্রাম থানায় মামলায় হয়। একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা, অপরটি হত্যা মামলা।