spot_imgspot_img
spot_imgspot_img

বার্সেলোনার হয়ে ট্রফি জেতার নতুন রেকর্ড গড়লেন মেসি

spot_img

 

- Advertisement -

এর আগে বার্সেলোনার কোনো খেলোয়াড় এমন রেকর্ড গড়েননি। এই রেকর্ডের মালিক কেবল লিওনেল মেসি। এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৩৩টি ট্রফি জিতেছেন তিনি। সর্বশেষ রোববার জিতেছেন সুপারকোপা কাপ। এই ট্রফি জয়ের মাধ্যমেই ক্লাবের হয়ে ইতিহাস গড়েছেন তিনি।

সুপারকোপা কাপের ফাইনালে মেসিদের প্রতিপক্ষ ছিল সেভিয়া। মরক্কোর তানজিয়ারে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।

কাল ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় সেভিয়া। কিন্তু তা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই সেটি শোধ করে দিয়েছে বার্সেলোনা। ৪২তম মিনিটে মেসির ফ্রি কিক পোস্টে লাগলে জেরার্ড পিকে সেই সুযোগ লুফে নেন। সমতায় ফেরান দলকে।

দ্বিতীয়ার্ধে জয় সূচক গোলটি করেন উসমানে দেম্বেলে। ৭৮তম মিনিটে খুব কাছে থেকে মেসির শট ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক। কিন্তু কিছুক্ষণ পর তার চোখ ফাঁকি দিয়ে জালে বল ছুঁড়েন সদ্য বিশ্বকাপজয়ী ফ্রান্সের সদস্য দেম্বেলে।

এরপর সেভিয়ার পক্ষে আর গোল শোধ করা সম্ভব হয়নি। ত্রয়োদশবারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এর মাধ্যমেই ৩৩তম ট্রফি জিতলেন অধিনায়ক মেসি। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রফি হলো চারটি চ্যাম্পিয়ন্স লিগের, নয়টি লা লিগা এবং ছয়টি কোপা ডেলরের।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ