আফসানা মিমি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী’র আলোচনা সভা চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন,ওয়াশিকা আয়শা খান এমপি। রিংকু দেবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরন শর্মা। ওয়াশিকা আয়শা খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবার হত্যার মধ্য দিয়ে এদেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল। খুনীরা কোনদিন চিন্তা করেনি এদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। বঙ্গবন্ধুর দু’সন্তান বিদেশ ছিলেন বলে আজ আওয়ামী লীগের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্তকাজগুলো সমাপ্তকরণ এদেশকে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আর স্বাধীনতার পরাজিত শত্রæরা এখানো যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যেমনটি করেছিল বঙ্গবন্ধুকে হত্যার পর মোস্তাকরা। কাজেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।