ঢাকায় খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি

 

- Advertisement -

শর্মিলা রহমান সিঁথি—মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী এবং কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ। গত ১৩ আগস্ট রাতে যুক্তরাজ্য থেকে দেশে আসেন তিনি। উদ্দেশ্য কারাবন্দী অসুস্থ শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেখা করা এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া।

শর্মিলা রহমানের সঙ্গে এসেছে তার মেয়ে জাফিয়া রহমান। যদিও শর্মিলা রহমানের দেশে আসা এবারই প্রথম নয়। তিনি খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পরপরই দেশে এসেছিলেন। তখন ভেবেছিলেন হয়তো শিগগিরই কারামুক্ত হবেন শাশুড়ি খালেদা জিয়া। কিন্তু আইনি প্রক্রিয়ায় জামিন হতে বিলম্ব হবে জেনে ফের যুক্তরাজ্য চলে যান। তবে বরাবরের মতো এবারও উঠেছেন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা’য়।

পারিবারিক সূত্রে জানা যায়, শর্মিলা রহমানের মা অসুস্থ হয়ে বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন—এমন সংবাদ জানতে পেরে এবং ছোট মেয়ে জাফিয়া রহমান তার দাদিকে দেখতে চাওয়ার আবদার রক্ষায় তিনি এবারও দেশে এসেছেন।

শর্মিলা ঈদুল আজহা দেশেই পলন করবেন। আগামীকাল শনিবার বিকেলে মেয়েসহ কারাবন্দী শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর সাবেক কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোডে যাওয়ার কথা তার।
দলীয় সূত্রের ভাষ্য, সরাসরি রাজনীতিতে জড়িত না থাকলেও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে সবচেয়ে বেশি আদর করতেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর থেকে শর্মিলা রহমান দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে যুক্তরাজ্য চলে যান। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সপরিবারে বসবাস করছেন।

গত বছর ১৫ সেপ্টেম্বর লন্ডন সফরে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন সফরে গিয়ে ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দুই মাসেরও বেশি সময় অবস্থান করে ২১ নভেম্বর দেশে ফিরে আসেন এবং গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ রয়েছেন।

সর্বশেষ