আফসানা মিমি : চট্টগ্রামে কোরবানীর পশুর চামড়া মজুত করে রাখায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগে জরিমিানা দায়ের করেছেন ভ্রাম্যমান আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে পাচঁলাইশ থানাধীন হামজার খাঁ এলাকায় জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কোরবানীর পশুর চামড়া মজুত করে রাখায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে চামড়া মজুতকারী মো. আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী ৪ ঘন্টার মধ্যে মজুতকৃত চামড়া জনবসতিপূর্ণ আবাসিক এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সিএমপি পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন।