চট্টগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় যুবক নিহত

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরীতে বাসের ধাক্কায় আশরাফুজ্জামান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে আকবরশাহ থানার সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে যুবক নিহতের প্রতিবদে স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
আকবরশাহ থানার ওসি জসিম উদ্দিন বলেন, স্থানীয় লোকজন ওই বাসটি আটকে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দেন। প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখেন তারা। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তিনি বলেন, ৪ নম্বর রুটের সিটি বাসের ধাক্কায় ওই যুবক নিহত হন। নিহত আশরাফুজ্জামান ওই এলাকার অলি আহমদের ছেলে বলে তিনি জানান।

সর্বশেষ