সিরাজুল আলম টিপু : চট্টগ্রামের হাটহাজারীতে যে অজ্ঞাত রোগে ৪ শিশুর মৃত্যু হয়েছে, সেই রোগটি হল হাম ভাইরাস। আক্রান্ত কয়েকজন শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর পর গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রতিবেদনে হাম ভাইরাসে অস্তিত্ব খুঁজে পাওয়ার কথা বলা হয়। এদিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার সোনাই ত্রিপুরা পাড়া পরিদর্শনে গেছেন স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তারা পরিদর্শনে যান। কর্মকর্তারা অজ্ঞাত রোগে আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং কয়েকটি এলাকা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকার স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ডা. রেজাউর রহমান খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হিসেবে ডা. মোস্তাফা, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইনসহ প্রমুখ।
এর আগে গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত হাটহাজারীর ত্রিপুরা পাড়ায় একই পরিবারের অন্ন রায় (৫), সুমা রায় ও (৩) অন্ন বালা (০৭) মারা যায়। এ ছাড়া আরেকজন শিমুনী ত্রিপুরাও (৩) অজ্ঞাত রোগে মারা যায় বলে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন বলেছিলেন।
জানা গেছে, গত রোববার আক্রান্ত ৬ শিশু থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর পর গতকাল সোমবার দুপুরে প্রতিবেদন দেয় স্বাস্থ্য অধিদফতর। সেখানে ৪ জনের দেহে প্রমাণ মেলে এ ভাইরাসের। এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, হাটহাজারীর সোনাই-ত্রিপুরা পাড়ায় ৪ শিশু অজ্ঞাত রোগে নয় ভাইরাসজনিত হাম রোগে মারা গেছে। তিনি বলেন, রোববার রাতে জরুরি ভিত্তিতে আক্রান্ত ৬ শিশু থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য। পরে আজ (গতকাল) সোমবার দুপুরে প্রতিবেদন পাই আমরা। সেখানে ৬ শিশুর মধ্যে ৪ জনের দেহে মিলেছে হাম ভাইরাস।