মো.মুক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের বঞ্চিত শিক্ষকরা এমপিও এর আওতায় আসছে। দীর্ঘদিন ধরে এমপিও কার্যক্রম বন্ধ থকায় কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই সুযোগ না পাওয়াতে শিক্ষকরাও বঞ্চিত হয়ে আসছিল। এই এমপিওকরণের লক্ষ্যে আগামী মাসের প্রথম সাপ্তাহের যে কোন দিন একটি সভা আহবান করতে যাচ্ছে চসিক। এই সভায় এমপিওভুক্তিকরণের কার্যক্রম গ্রহণ করা হবে এবং কোন পন্থায় কিভাবে এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তির আওতায় আনা যাবে সেই বিষয়ে আলোচনা করা হবে বলে চসিক সূত্রে জানা গেছে। বিশেষ করে এসব প্রতিষ্ঠানের এমপিওবিহীন ৩১০ জন শিক্ষক আশার আলো দেখছেন। তবে কবে নাগাদ এই সভা অনুষ্ঠিত হবে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন হজ পালন শেষে ফিরে এলে আগামী ৫ সেপ্টেম্বরের পরে সভার তারিখ নির্ধারণ করা হবে।
চসিকের শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, চসিক কর্তৃক চট্টগ্রাম মহানগরীতে ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট চালু আছে। এ সকল প্রতিষ্ঠানে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে ২১টি কলেজে স্থায়ী কর্মরত শিক্ষকের সংখ্যা ২১৪ জন এবং ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকের সংখ্যা ৫২২ জন। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮টি কলেজ ও ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত। কলেজসমূহে এমপিওবিহীন শিক্ষকের সংখ্যা ১১৩ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ে এমপিওবিহীন শিক্ষকের সংখ্যা ১৯৭ জন।
এর আগে গত ১৫ এপ্রিল নিজেদের পরিচালিত কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমূহে কর্মরত এমপিওবিহীনশিক্ষককে এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি দাপ্তরিক চিঠি দিয়েছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। ওই চিঠিতে জনবল কাঠামো অনুযায়ী যে সব শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও পদ শূন্য রয়েছে; সে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগদানে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছিল। এখন নতুন করে এমপিওভুক্ত কার্যক্রম চালু করায় চসিক পরিচালিত এমপিওবিহীন ৮টি কলেজ ও ৯টি মাধ্যমিক বিদ্যালয় এই সুযোগ পাচ্ছে। আর তা হলে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩১০ জন শিক্ষক এমপিও এর আওতায় আসবে।
জানা গেছে, সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা এসেছে। গত ১৯ আগস্ট মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত সেই নির্দেশনায় বলা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কর্মরত শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তকরণের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। আর এই সভার আয়োজন করবে সিটি কর্পোরেশন। এ বিষয়ে কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চসিক থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ফলে এমপিওভুক্তকরণে জটিলতা সৃষ্টি হয়। এই জটিলতা দূর করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তকরণের জন্য আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের প্রেক্ষিতে ত্রিপক্ষীয় সভা আয়োজনের নির্দেশনা দেয়া হয়।