গণতান্ত্রিক সরকার গঠনে ‘গুম আতঙ্ক’ দূর হবে: ফখরুল

 

- Advertisement -

৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে হারিয়ে যাওয়া মানুষদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, বাংলাদেশে এখন গুমের আতঙ্ক। দুঃশাসন থেকে উৎপন্ন হয় গুম ও বিচার বহির্ভূত হত্যার মত মানবতা বিরোধী হিংস্রতা।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, স্বৈরাচারি সরকারের গড়ে তোলা আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের প্রতিবাদি নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে অল্পদিন- দীর্ঘদিন অথবা চিরদিনের জন্যে নিখোঁজ করে দেয়। গুম হচ্ছে বর্বর শাসনের নমুনা। বাংলাদেশে বর্তমান শাসকগোষ্ঠি ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমকে করে তুলে প্রধান রাজনৈতিক কর্মসূচী।

তার দাবি, এই নৃশংস গুমের শিকার হয়েছেন সংসদ সদস্য ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু ও চৌধুরী আলমের মত জনপ্রতিনিধিরা। সাবেক মন্ত্রী সালাহ উদ্দিনকে গুম করে অন্য দেশে পাচার করা হয়েছে। এই নতুন ধরনের ঘটনা দেশবাসীকে অজানা আতঙ্কে উদ্বিগ্ন করে তুলেছে। গুম করা হয়েছে বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের। তাদের বেদনার্ত পরিবাররা এখনও পথ চেয়ে বসে আছে প্রিয়জনদের ফিরে আসার সম্ভাবনায়। সমাজে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করে নিষ্ঠুর শাসকগোষ্ঠি।

গুমের অব্যহত পরিস্থিতিতে দেশে সৃষ্টি হয়েছে এক ভয়াঙ্কর জটিল রাজনৈতিক সঙ্কট উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেবলমাত্র একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার গঠন হলেই গুম, অপহরন, খুন ও বিচার বহির্ভূত হত্যার আতঙ্ক মানুষের মন থেকে দূর হবে, জন-জীবনে স্বস্তি ফিরে আসবে। গুম দিবস উপলক্ষে একই বিবৃতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ