লালমনিরহাটে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি,তিস্তার কড়াল গ্রাসে বিধ্বস্ত সর্বহারা পরিবারের মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই ও তিস্তার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে। আজ বুধবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়ায় তিস্তা নদীর তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সহ¯্রাধিক নারী পুরুষ।

তিস্তায় সব কিছু হারিয়ে পথে বসা এসব মানুষ জানান, তিস্তার কড়াল গ্রাসে বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। কয়েক বছরের ব্যবধানে এক একটি পরিবার ৮/১০ বার তিস্তার ভাঙনের শিকার হয়েছে।

- Advertisement -

নদী ভাঙনের ফলে ছোট হয়ে আসছে মহিষখোচা ইউনিয়নের মানচিত্রটি। গোবর্দ্ধন, বারঘড়িয়া, বাহাদুরপাড়া ইতোমধ্যে তিস্তায় বিলীন হয়ে গেছে। তিস্তার ভাঙনে সব হারানো পরিবারের মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই ও তিস্তার ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছেন।

মহিষখোচা ইউপি সদস্য আজাহার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর আলম, মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুর আলম সেফাউল, রংপুর কারমাইকেল কলেজের ছাত্রী জাকিয়া ফারহানা, কৃষক আনছার আলী, নজরুল মিয়া, ইচা মিয়া প্রমুখ।

সর্বশেষ