spot_imgspot_img
spot_imgspot_img

কমিশন সভা থেকে মাহবুব তালুকদারের ওয়াক আউট

spot_img

 

- Advertisement -

আরপিও সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সভা থেকে ওয়াক আউট করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ সকাল ১১টায় সিইসির সভাপতিত্বে ইসির ৩৫ তম মূলতবি সভা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার(অব.) শাহাদাত হোসেন। সভার শুরুতেই ইভিএম যুক্ত করে আরপিও সংশোধনের এজেন্ডার বিরোধীতা করে নোট অব ডিসেন্ট দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পরে বেলা সাড়ে ১১ টায় সভা থেকে তিনি ওয়াক আউট করে বের হয়ে যান। নোট অব ডিসেন্ট-এ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার লেখেন, আমি মনে করি, স্থানীয় নির্বাচনে ধীরে ধীরে ইভিএমের ব্যবহার করা যেতে পারে।
তবে একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে আরপিও সংশোধনের উদ্যোগ সমর্থন করি না। ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশনের সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করে ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করছি। জাতীয় নির্বাচন সন্নিকটে আসায় আইন সংস্কারের কাজ বাদ দিয়ে প্রস্তুতিমূলক কাজগুলো এগোচ্ছিল। কিন্তু আকস্মিকভাবে ইভিএম নিয়ে নতুন প্রকল্প নেয়া ও নির্বাচনী আইন সংস্কার নিয়ে তোড়জোড় শুরু করে ইসি। এ অবস্থায় রাজনৈতিক বিরোধিতা ও দক্ষ জনবলের বিষয়টি তুলে ধরে ইভিএম নিয়ে আরপিও সংশোধন নিয়ে ভিন্নমত পোষণ করেন মাহবুব তালুকদার।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ