চট্টগ্রামে দখলদারদের হামলায় প্রাণ হারাল বনকর্মী

আফসানা মিমি : চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদার উচ্ছেদ করতে গিয়ে এক বনকর্মী প্রাণ হারিয়েছেন। তার নাম আবদুস সালাম (৫০)। দখলদাররা ওই বনকর্মীকে উপযুপরি লাঠির আঘাতে মেরে ফেলেছেন বলে মহানগরীর নন্দনকানন্থ বন বিভাগের কর্মকর্তারা জানালেন। গতকাল বুধবার বেলা ১টার দিকে জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের একটি গভীর বনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, হাতিমারা নামে একটি সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে নামে হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযান চলাকালীন সময়ে অবৈধ দখলদাররা তাদের ওপর বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সালাম নামে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সাদেক মিয়ার মাথা ও পিটে লাঠির আঘাত রয়েছে।
সেল ফোনে যোগাযোগ করা হলে, ভুজপুর থানার ওসি মো. বায়েছ আলম বলেন, হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান অভিযান চলছে । তিনি বলেন, নিহত সাদেক মিয়া ফটিকছড়ির হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের বনমালী হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ