spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে আন্তর্জাতিক স্টিল কনফারেন্স শুরু :অংশ নিল ১৯ দেশের প্রতিনিধি

spot_img

সিরাজুল আলম টিপু: চট্টগ্রামে আন্তর্জাতিক স্টিল কনফারেন্স শুরু হয়েছে। বাংলাদেশের লৌহ ও ইস্পাত শিল্পের বিশ্ব বাজার সৃষ্টি লক্ষে উক্ত কনফারেন্সে আমেরিকা, জার্মানি, বেলজিয়াম, ইতালি, অস্ট্রিয়া, চীনসহ ১৯ দেশের প্রতিনিধি অংশগ্রহন করেছে। গতকাল বুধবার মহানগরীর চার তারকা হোটেল রেডিসনে ব্লুতে সকাল ১০ টায় দুই দিনব্যাপী এই কনফারেন্স উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্টিল কোম্পানি নিজের প্রযুক্তি ব্যবহার করে স্টিল তৈরির বিষয়টি বক্তব্যের মধ্যে উপস্থাপন করেন।
কনফারেন্সের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। তিনি বলেন, আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে স্টিল। স্টিল ইন্ডাস্ট্রির কোয়ালিটি, ভ্যানু ক্রিয়েশন বাজার সম্প্রসারণ ও সামিট ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের দেশে জনপ্রতি স্টিল কনজামশান ১০০ কেজি। সুফি মিজান আরো বলেন, আমাদের সকলের উচিৎ এ শিল্পের উন্নয়নে জন্য কাজ করতে হবে। ভারতের স্টিল গ্রæপ এর প্রতিষ্ঠান ও সিউও অজয় থাম্বের সভাপতিত্বে সামিটের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসআরএম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন। আজ বৃহস্পতিবার উক্ত কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ