spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার:ব্যাবসায়ী গ্রেফতার

spot_img

জাহাঙ্গীর আলম সেজান : চট্টগ্রাম মহানগরী থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আল আমিন সাগর (৩৩)। গতকাল বুধবার ভোরে বায়েজিদ থানার ছিন্নমূল গেইট এলাকা থেকে ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মহানগরীর বায়েজিদ থানা পুলিশ গোপন খবরের ভিক্তিতে বায়েজিদ থানার ছিন্নমূল গেইটের শাহ নবী মাজার গেইট প্রবেশের মুখ থেকে ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে । এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি লোহার পাইপগান, পাঁচটি শর্টগানের কার্তুজ পাওয়া যায়।
বায়েজিদ থানার এসআই গোলাম মো. নাসিম হোসেন ও এসআই সুমন বড়ুয়া শাপলা এ অভিযানের নেতৃত্ব দেন।
এসআই গোলাম মো. নাসিম হোসেন বলেন, গ্রেফতার হওয়া আল আমিন সাগরের বিরুদ্ধে বায়েজিদ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি অস্ত্র মামলা রয়েছে।
এসআই সুমন বড়ুয়া শাপলা বলেন, আল আমিন সাগর সীতাকুন্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে ছিন্নমূল বস্তির খলিলুর রহমানের পুত্র। সে সন্ত্রাসী ও অস্ত্রও ব্যবসায়ী ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ